ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে প্রকৌশলীদের: শিক্ষা উপমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে প্রকৌশলীদের: শিক্ষা উপমন্ত্রী  শিক্ষা উপমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন প্রকৌশলীরা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন চলমান তার সঙ্গে প্রকৌশলীরা সরাসরি জড়িত উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন,  প্রকৌশলীরা উন্নয়ন কর্মকাণ্ডের সুফলগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরলে তারা বুঝতে পারবেন দেশে কী পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড চলমান এবং তা থেকে তারা কী সুফল পেতে পারেন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের জিইসি মোড়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

 

সরকারের উন্নয়নগুলো মানুষের কাছে তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি শিক্ষা উপমন্ত্রী অনুরোধ জানান।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এমএ রশিদ, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মনসুর, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, বিপিডিবির তত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, প্রকৌশলী হোসেন ইমাম, প্রকৌশলী ইফতেখার, প্রকৌশলী পারভেজ, প্রকৌশলী রোকন উজ্জামান প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।