ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিআরটিএ কার্যালয় থেকে ২০ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
বিআরটিএ কার্যালয় থেকে ২০ দালাল আটক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিএরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) বিআরটিএ অফিসে র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এ অভিযান চালানো হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির বলেন, সকাল থেকেই বিএরটিএ অফিসে র‌্যাব অবস্থান নিয়ে অবৈধভাবে লেনদেন করার সময় হাতেনাতে ২০ জনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয় এবং ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের ছবি সংরক্ষণ করা আছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। আবারও তারা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।