ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে জেলা প্রশাসনের অভিযানে লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
নগরে জেলা প্রশাসনের অভিযানে লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: নগরে সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৫৭টি মামলা ও ৯৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।  

বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের ১৮ জন,  জন বিআরটিএ ২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ জনসহ মোট ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে উমর ফারুক বাংলানিউজকে বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনার সময় সরকারি নির্দেশনা অমান্য করায় মোট ১৫৭টি মামলায় ৯৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, র্যা ব, আনসার, বিজিবি ও পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।