ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ময়লা ফেলা নিয়ে বাগবিতণ্ডা, প্রতিবেশির ছুরিকাঘাতে আহত কাঠমিস্ত্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
ময়লা ফেলা নিয়ে বাগবিতণ্ডা, প্রতিবেশির ছুরিকাঘাতে আহত কাঠমিস্ত্রি

চট্টগ্রাম: ‘ময়লা ফেলা’ নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. খোকন (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে প্রতিবেশী।  

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলশী থানার টাইগারপাস পেট্রোল পাম্পের পিছনের কলোনিতে এ ঘটনা ঘটে।

 আহত মো. খোকন ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

খোকনের ভাগিনা মো. রাসেল বাংলানিউজকে বলেন, খোকন মামা ও হারুন নামে এক ব্যক্তি পাশাপাশি বাসায় বসবাস করেন।

বৃহস্পতিবার সকালে ময়লা ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুপুরে মামার ওপর চড়াও হন হারুন। একপর্যায়ে মামাকে ছুরিকাঘাত করেন হারুন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, ময়লা ফেলা নিয়ে উভয়পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে খোকনকে ছুরিকাঘাত করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। তার বুকে ও পায়ে জখম রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।