ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাজের বুয়া সেজে ইয়াবা বিক্রি, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
কাজের বুয়া সেজে ইয়াবা বিক্রি, গ্রেফতার ৩ মাফিয়া বেগম, মো. আল আমিন ও মো. মোশারফ হোসেন।

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মাফিয়া বেগম (৫০), মো. আল আমিন (৪০) ও মো. মোশারফ হোসেন (৩১)।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়।

তল্লাশি করে তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, পেশায় তিনি সিএনজি অটোরিকশাচালক। তার আরেক বন্ধু চালক মোশাররফ। তাদের বাসায় বুয়ার কাজ করেন মাফিয়া। বুয়ার কাজের আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। পরে তিনজনই ইয়াবা বিক্রি শুরু করে।  

ওসি জানান, মাফিয়া বুয়ার কাজের আড়ালে ক্রেতা খুঁজেন আর বাকি দুইজন চালক সেজে পৌঁছে দেন। তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  
মো. আল আমিন ও মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে দুইটি করে এবং মাফিয়ে বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।