ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত, রুমমেট পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত, রুমমেট পলাতক

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া নয়ারহাট নেজামী হামজা এলাকায়  মো. ইয়াসিন (১৯) নামে এক তরুণ বিদ্যুুস্পৃষ্টে নিহত হয়েছে। মঙ্গলবার ( ৩ আগস্ট) সকালে দামুরবাড়িতে একটি ব্যাচেলর ভাড়ায় বাসার টেবিলের নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট পলাতক রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ইয়াসিন দামুরবাড়িতে একটি বাসায় ব্যাচেলর হিসেবে কয়েকজনের সঙ্গে ভাড়ায় থাকতেন।

সকালে বাসার টেবিলের নিচে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, টেবিলের নিচে বৈদ্যুতিক সুইচ বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যু সোমবার রাতে হলেও রুমমেট ইয়াসিনের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়নি। ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। বর্তমানে রুমমেট পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।