ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছ ধরা নিয়ে সাগরে জেলেদের সংঘর্ষ, নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
মাছ ধরা নিয়ে সাগরে জেলেদের সংঘর্ষ, নিখোঁজ ১

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার ( ৩ আগস্ট) বিকেলে বাঁশখালী থানার খানখানাবাদ অংশে এ ঘটনা ঘটে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর।

তিনি বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে জেলেদের সংঘর্ষের ঘটনায় দুই ধরণের বক্তব্য এসেছে।

আনোয়ারা থানার গহিরা এলাকা থেকে যারা সাগরে গিয়ে ছিল তাদের বক্তব্য, কোন সংঘর্ষ হয়নি। আবার বাঁশখালীর কদমরসূল এলাকার জেলেদের বোট ডুবিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা সকলে তীরে ফিরে আসলেও একজন নিখোঁজ রয়েছে। এ বিষয়ে কোস্টগার্ডকে জানানোর পরে তারা ঘটনাস্থলে যান। পরে বিস্তারিত জানাতে পারবো।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।