ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মানবিক হাসপাতাল’ পৌঁছে যাবে রোগীর বাসায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
‘মানবিক হাসপাতাল’ পৌঁছে যাবে রোগীর বাসায় মানবিক হাসপাতাল উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি

চট্টগ্রাম: বিএইচআরসি গভর্নর আমিনুল হক বাবুর ব্যবস্হাপনায় নগরে চালু হলো মানবিক হাসপাতাল। সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত  ফোন করলেই ডাক্তার পৌঁছে যাবেন রোগীর বাসায়।

করোনা, ডেঙ্গুর ঊর্ধ্বগতির এ সময়ে বিনামূল্যে এ সেবা পাবেন নগরবাসী।  

মঙ্গলবার (৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ সাগর, বিএমএর সদস্য ডা. হোসাইন আহমেদ, তিলোত্তমা চট্টগ্রামের সাহেলা আবেদিন, খলিল জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদ ফয়সাল, পরিবর্তন ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান দিদারুল আলম, ব্যবসায়ী নওশাদ হোসাইন, মানবাধিকার নেতা ইমদাদ চৌধুরী ও আবদুল হালিম।

ইতোমধ্যে এ সেবায় করোনাযোদ্ধা হিসেবে যোগ দিয়েছেন ডা. নুরুল আশরাফ আশিক ও  ডা. রায়হান আহমেদ এবং সহযোগী হিসেবে আছেন মো. মাঈনুদ্দীন হাসান।

আমিনুল হক বাবু জানান, বাই সিরিয়ালি পর্যায়ক্রমে রোগীদের বাসায় গিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে মানবিক হাসপাতাল।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।