ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আওয়ামী লীগ নেতার উদ্যোগে খাবার বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুলাই ৩১, ২০২১
আওয়ামী লীগ নেতার উদ্যোগে খাবার বিতরণ 

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগরে বিভিন্ন ওয়ার্ডে   রান্না করা খাবার বিতরণ করেছেন নেতাকর্মীরা।  

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পূর্ব ষোলশহর ওয়ার্ডের বহদ্দারহাট মোড় এবং চান্দগাঁও ওয়ার্ডের সিঅ্যান্ডবি মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

 

আ জ ম নাছির উদ্দীনের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও নেতৃবৃন্দ এই খাবার বিতরণ করেন।  

এই সময় নগর আওয়ামী লীগ নেতা মো ইসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।