ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের অভিযান: ২০৮ মামলায় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
জেলা প্রশাসনের অভিযান: ২০৮ মামলায় লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: নগরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ২০৮ টি মামলা ও ৯৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।  

শনিবার (৩১ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন,  বিআরটিএ’র ২ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ  ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

 

এ সময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে  গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, বিধি নিষেধ মানাতে  নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে।

নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০৮ টি মামলা ও ৯৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।