ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু, সংক্রমণ বেড়েছে রাউজান ও বোয়ালখালীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু, সংক্রমণ বেড়েছে রাউজান ও বোয়ালখালীতে প্রতীকী ছবি।

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে চট্টগ্রামে। বাড়ছে মৃত্যুও।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জনের। মৃত্যুবরণ করেছেন ৯ জন।

শুক্রবার (৩০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ১ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৮১ জন। উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান এবং বোয়ালখালীতে।

এদিন লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন, চন্দনাইশে ২৬ জন, পটিয়ায় ৫ জন, বোয়ালখালীতে ৪৮ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৬২ জন, ফটিকছড়িতে ৩৩ জন, হাটহাজারীতে ৪৫ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জন সহ মোট ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাব এবং অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে ৩ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। মৃত্যুবরণকারী ৫ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।  

উল্লেখ্য, এ পর্যন্ত নগরে ৫৭৪ জন এবং উপজেলায় ৩৮৪ জন সহ মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া নগরে ৬০ হাজার ৯০৭ জন এবং উপজেলায় ২০ হাজার ৩১০ জন সহ মোট ৮১ হাজার ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।