ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতালে ভর্তি দৈনিক কক্সবাজার সম্পাদক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জুলাই ২৯, ২০২১
হাসপাতালে ভর্তি দৈনিক কক্সবাজার সম্পাদক  মোহাম্মদ নুরুল ইসলাম।

চট্টগ্রাম: দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছে পরিবার।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ নুরুল ইসলাম পেকুয়ার অবিভক্ত মগনামা ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এদিকে তার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, আবদুল কুদ্দুস রানা, অ্যাডভোকেট আয়াছুর রহমান। কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র মুজিবুল ইসলাম পিতার সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে মুনাজাত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।