ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নারীর শরীরে 'ব্ল্যাক ফাঙ্গাস' উপসর্গ, চিকিৎসাধীন চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
চট্টগ্রামে নারীর শরীরে 'ব্ল্যাক ফাঙ্গাস' উপসর্গ, চিকিৎসাধীন চমেকে প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরে এক নারীর শরীরে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ পাওয়া গেছে। তবে চিকিৎসক বিষয়টি নিশ্চিত হতে রোগীর শরীরে টিস্যু টেস্টের জন্য পাঠিয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বাংলানিউজকে বলেন, একজন মিউকোরমাইকোসিস রোগে আক্রান্ত রোগী কেবিনে ভর্তি আছেন। সাধারণ ভাষায় এ রোগকে ব্ল্যাক ফাঙ্গাস বলে থাকে।

৩ দিন আগে রোগী হাসপাতালে ভর্তি হন। পরে শরীরের টিস্যু নিয়ে পরীক্ষা করানো হয়।  

তবে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সুজত পাল বাংলানিউজকে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ নিয়ে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তা নিশ্চিত হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। যা ইতিমধ্যে করা হয়েছে৷ রিপোর্ট আসলে তখন নিশ্চিত হওয়া যাবে আসলেই ব্ল্যাক ফাঙ্গাস কি না।  

জানা গেছে, ষাটোর্ধ্ব ওই রোগী ২৫ জুন হাসপাতালে ভর্তি হন। এর আগে ৩ জুলাই তিনি করোনা টেস্টে পজেটিভ হন এবং পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ হয়। তবে করোনা নেগেটিভ হলেও বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছিলেন তিনি।

গত ২৫ মে দেশে প্রথমবারের মতো দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।