ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনার নমুনা পরীক্ষায় চবির দু’টি বুথ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
করোনার নমুনা পরীক্ষায় চবির দু’টি বুথ  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার সুবিধার্থে দু’টি বুথ স্থাপন করেছে কর্তৃপক্ষ।  

বুধবার (২৮ জুলাই) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইঞা।

 

বুথ দুটি হলো- চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল (সকাল ১০টা থেকে দুপুর ১২টা) ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সকাল ৯টা থেকে বেলা ১১টা) করোনা নমুনা দেওয়া যাবে।  

তবে বুথে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নাম্বারে (০১৮৪০-০০৮৬৩০) যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাবলি দিতে হবে।

 

প্রক্টর ড. রবিউল হাসান বাংলানিউজকে বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ২৯ জুলাই থেকে দুটি বুথ স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এখানে করোনা টেস্ট করাতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।