ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০০ কর্মজীবী ও নির্মাণশ্রমিককে আ জ ম নাছিরের ত্রাণ সহায়তা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
৫০০ কর্মজীবী ও নির্মাণশ্রমিককে আ জ ম নাছিরের ত্রাণ সহায়তা  আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ কর্মজীবী ও নির্মাণশ্রমিককে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।  

বুধবার (২৮ জুলাই) দুপুরে চান্দগাঁও টেকবাজার কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, করোনা মহামারির এ দুর্যোগকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের প্রত্যেক সামর্থ্যবান নেতা-কর্মীকে অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।

এ নির্দেশনা বাস্তবায়নে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন কর্মহীন মানুষের সহায়তার উদ্যোগ নিয়েছেন। দলের আদর্শ ধারণ করে এ মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।  

আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের আঘাতে দেশের সব শ্রেণি পেশাজীবী মানুষ অসহায় কর্মহীন হয়ে পড়েছেন। চলমান এ অস্থিতিশীলতা মোকাবেলায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এ প্রচেষ্টার সঙ্গে দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণ আজ সময়ের দাবি। এ ক্রান্তিকালে মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি।  

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, শ্রমিকনেতা আলী আকবর, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, কেএম শহীদুল্লাহ, নগর যুবলীগ সদস্য নঈম উদ্দিন খান, গোলাম রসুল মান্নান, নুর মোহাম্মদ ইলিয়াস, মো. নাছির উদ্দীন, গোলাম আয়েস, আবদুল কাদের প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।