ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এসেছে আরও ১ লাখ ৮৫ হাজার ডোজ টিকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুলাই ২৮, ২০২১
চট্টগ্রামে এসেছে আরও ১ লাখ ৮৫ হাজার ডোজ টিকা  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিষেধক আরও ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে এসেছে। এরমধ্যে ১ লাখ ৬ হাজার ৮শ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ৭৮ হাজার ৪শ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা।

 

বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।

এর আগে গত ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।