ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলানিউজে সংবাদ: জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পেল মনোয়ারা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
বাংলানিউজে সংবাদ: জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পেল মনোয়ারা  ...

চট্টগ্রাম: সর্বাত্মক লকডাউনে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। পেশা বদলে কিংবা অন্য পেশায় যুক্ত হয়েছেন অনেকে।

কেউ কেউ ফিরে গেছেন গ্রামে। আবার অনেকে উপায় না দেখে রাস্তায় নেমেছেন ভিক্ষার থালা হাতে।
 তাদেরই একজন মনোয়ারা বেগম মনি। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি। কিন্তু লকডাউনে নেই কোন কাজ। তাই বাধ্য হয়ে ভিক্ষা করছেন।  

মঙ্গলবার (২৭ জুলাই) বাংলানিউজে ‘লকডাউনে বদলে গেছে মানুষের জীবনযাত্রা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নগরের কয়েকজন অসহায় মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনটি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে চাকরি হারানো মনোয়ারা বেগম মনি ও মোহাম্মদ মাসুমের খোঁজ নেন। সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ত্রাণ নিয়ে হাজির হন নগরের চট্টেশ্বরী মোড়ে। সেখানেই ভিক্ষার থালা নিয়ে বসে ছিলেন মনোয়ারা বেগম। এ সময় প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।  

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান বাংলানিউজকে বলেন, লকডাউনে মানুষ কষ্টে আছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি অসহায়দের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সব অসহায় ত্রাণ সহায়তা পায়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, যখনই এ রকম সংবাদ আমার দৃষ্টিতে এসেছে তখনই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুককে তাদের জন্য ১৫ দিনের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বলেছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে নগরের চট্টেশ্বরী মোড় অসহায় বেশ কয়েকজনকে ১৫ দিনের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।