ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
হাটহাজারীতে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা ...

চট্টগ্রাম: হাটহাজারীতে লকডাউন মানাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।  

মঙ্গলবার (২৭ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্যবিধি, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।  

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বাংলানিউজকে বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, করায় ৭টি মামলা দেওয়া হয়। এছাড়া তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১

এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।