ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উত্তাল সাগরে ডুবলো বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
উত্তাল সাগরে ডুবলো বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পতেঙ্গা সৈকতের অদূরে উত্তাল সাগরে ডুবে গেছে বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ।  

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়।

তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ​‘এমটি সুফলা’কে টো করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে ‘এমটি মদিনা’।

চট্টগ্রাম  বন্দর কর্তৃপক্ষের সচিব  মো.  ওমর  ফারুক বাংলানিউজকে জানান ​এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে গেছে। এর আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি নিরাপদ  স্থানে সরিয়ে নেওয়া  হচ্ছে। বন্দর  চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।  

আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর  এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।