ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় ১৯ পথচারীকে ৪৬০০ টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
মাস্ক না পরায় ১৯ পথচারীকে ৪৬০০ টাকা জরিমানা  চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের লালখান বাজার, ওয়াসা, চট্টেশ্বরী মোড়, জিইসি, কাজীর দেউড়ি, চকবাজার ও জামালখান এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯ পথচারীকে জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

   

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় ১৯ পথচারীর বিরুদ্ধে ১৯টি মামলা রুজুসহ ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারক করা হয়।

এ সময় পথচারীদের চসিকের পক্ষ থেকে সচেতনতামূলক মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।