ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ৩ রোহিঙ্গা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
সীতাকুণ্ডে ৩ রোহিঙ্গা আটক  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ৩ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় পৌরসদরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ক্যাম্পের বদি আলমের পুত্র জোবায়ের (২৫), আবুল কালামের স্ত্রী সানজিদা (৩০) ও তার মেয়ে ইয়াসমিন (১২)।

থানা সূত্র জানায়, হ্নীলার লেদা ক্যাম্পের তিন রোহিঙ্গা ঢাকা গিয়ে সেখান থেকে টেকনাফের যাচ্ছিলো। একের পর এক গাড়ি পাল্টে সীতাকুণ্ড সদরে এসে সিএনজি অটোরিকশা নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে কথাবার্তা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার বলেন, স্থানীয় লোকজন তিনজন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।