ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কোরবানি দিতে গিয়ে আহত ৩৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুলাই ২১, ২০২১
কোরবানি দিতে গিয়ে আহত ৩৫ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: কোরবানি দিতে গিয়ে আহত হয়ে নগরসহ আশপাশের উপজেলার ৩৫ জন লোক হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন।

কোরবানির চাকুতে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গরু-মহিষের শিংয়ে আঘাত পেয়েও অনেকে আহত হন।
নতুন কসাই এবং মাংস কাটতে গিয়ে পরিবারের লোকজন আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫ জন লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।  

এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কোরবানি দিতে গিয়ে আহত ১০ জন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নগরে ২৫ জন চিকিৎসা নিয়েছেন। কোরবানি দিতে গিয়ে তাদের হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।