ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকাদান কার্যক্রম বন্ধ ৪ দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
টিকাদান কার্যক্রম বন্ধ ৪ দিন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও করোনার টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত ৪ দিন বন্ধ থাকবে টিকাদান।

ঈদের ছুটি ২০ থেকে ২২ জুলাই। এ ছাড়া ২৩ জুলাই  সাপ্তাহিক ছুটি।
শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা বলা হয়েছে।  

করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল কেন্দ্রে। ঈদের ছুটিতে বিভিন্ন উপজেলায়ও টিকাদান বন্ধ থাকবে।

এদিকে শনিবার (২৪ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধের মধ্যেও টিকার কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য নির্ধারিত কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।