ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নির্দেশে করোনার শুরু থেকে আ.লীগ মানুষের পাশে আছে: নওফেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
শেখ হাসিনার নির্দেশে করোনার শুরু থেকে আ.লীগ মানুষের পাশে আছে: নওফেল খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: সমন্বিত প্রচেষ্টা থাকলে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়াটা অনেক সহজ হবে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, লকডাউন চলাকালীন খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের ঘরে ঘরে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

সোমবার (১৯ জুলাই) সকালে নগরের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে লকডাউনে কর্মহীন মানুষদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দক্ষতায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ টিকা ব্যবহার করতে পেরেছে।

প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা আজ দেশে আসছে। যা যুক্তরাষ্ট্র বাংলাদেশ উপহার হিসেবে দিচ্ছে। এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে।  

ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সওকত হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নীলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তপন, নগর যুবলীগ নেতা প্রবীর দাশ তপু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল আলম, সাবেক ছাত্রনেতা মাইনুল হক লিমন, ইউনিট আওয়ামী লীগ নেতা নুরুল আকবর, আব্দুর রহমান বাহার, ফজলুল হক, আমির হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, পম্পি দাশ, দীপক কুমার চৌধুরী, আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা শওকত ওসমান মুন্না, নাছির উদ্দিন, কাঞ্চন চৌধুরী, লিটন মহাজন, মীর কায়সার রনি, রফিকুল মান্নান জুয়েল, পম্পি দাশ, রিমন চক্রবর্তী, আব্দুল আল মামুন, হুমায়ুন রশিদ রাজীব, আশীষ কুমার দাশ, রুবেল ঘোষ, আক্তার হোসেন, মোরশেদুর রহমান, আমীর সরওয়ার, আব্দুল হাবিব বাপ্পী, অভি শীল, আমিনুর রশীদ, মোঃ হেলাল, প্রদীপ দত্ত, জয়জিত চৌধুরী, দ্বীপেন দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।