ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে ইউএনও ...

চট্টগ্রাম: কোরবানির গরুর হাটের কারণে হাটহাজারীতে ব্যাপক যানজট লেগে ছিল। সেই যানজট মুহূর্তেই নিরসন করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

 

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে নিজেই এ যানজট নিরসন ও গরুর হাট তদারকি করেন ইউএনও।  

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, কোরবানির গরুর হাটের কারণে হাটহাজারীর বিভিন্ন স্থানে যানজটের খবর পাওয়া যায়।

তথ্য পেয়ে দিনের বিভিন্ন সময়ে বাজার পরিদর্শন করি। এছাড়া যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে বাজারের ইজারাদারদের সঙ্গে কথা হয় ফোনে ও সরাসরি।  

তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটগুলোতে চলছে ব্যাপক বেচাকেনা। সেই গরুগুলো নিয়ে যাওয়ার সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ছাড়া রাস্তার পাশে দাঁড়িয়েও অনেকে গরু বিক্রি করছেন, হাট বসিয়েছেন যার কারণে হাটহাজারীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে উপস্থিত থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করি।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।