ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি সংরক্ষণে জনস্বার্থে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
সিআরবি সংরক্ষণে জনস্বার্থে মামলা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জনস্বার্থে সিআরবি রক্ষার জন্য আদালতে মামলা করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু। সোমবার ( ১৯ জুলাই) সকালে সিনিয়র সহকারী জজ ১ম রুবাইয়াত ফেরদৌসের আদালতে মামলাটি করেন তিনি।

 

মামলায় বিবাদী করা হয়েছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম ওয়াসার সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী, চট্টগ্রামের পরিচালক স্বাস্থ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদফতরের উপ-পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব, বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্বাঞ্চল) ও এস্টেট অফিসার, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনারকে।  

অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বলেন, জনস্বার্থে মামলাটি করা হয়েছে।

মামলা নম্বর ৩২০/অপর। আদালত মামলাটির বিষয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন। বিজ্ঞপ্তির মাধ্যমে মামলাটিতে যে কেউ চাইলে পক্ষ ও বিপক্ষ হতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৯,২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।