ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৪ বেসরকারি ল্যাবে করা যাবে অ্যান্টিজেন টেস্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
চট্টগ্রামের ৪ বেসরকারি ল্যাবে করা যাবে অ্যান্টিজেন টেস্ট  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: করোনা সংক্রমিত রোগী শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়েছে চট্টগ্রামের ৪ প্রতিষ্ঠানসহ দেশের ৭৮টি বেসরকারি প্রতিষ্ঠানকে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি এসব প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়।

চট্টগ্রামে অনুমতি পাওয়া ৪ বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, সিএসসিআর লিমিটেড, মেডিক্যাল সেন্টার হাসপাতাল এবং ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার।  

প্রজ্ঞাপনে অ্যান্টিজেন টেস্ট ফি নির্ধারণ করা হয়।

প্রতিজনের অ্যান্টিজেন টেস্ট বাবদ ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। কিন্তু একই পরিবারের একাধিক সদস্যের নমুনা সংগ্রহ করা হলে সেক্ষেত্রে ৫০০ টাকার বেশি অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।  

প্রসঙ্গত, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়ে থাকে। এসব ল্যাবে আরটিপিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট এবং জিনেক্স মেশিনে করোনা টেস্ট হয়ে থাকে। প্রতিদিন চট্টগ্রামের প্রায় ২ থেকে আড়াই হাজার নমুনা পরীক্ষা হয় এসব ল্যাবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad