ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, আক্রান্ত ৭৬৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জুলাই ১৯, ২০২১
করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, আক্রান্ত ৭৬৫ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: করোনার সংক্রমণ বাড়লেও গণপরিবহন, পশুর হাটসহ প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এর ফলও মিলছে হাতেনাতে।

প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। বাড়ছে মৃত্যুও।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।  

সোমবার (১৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬৮ জন এবং উপজেলায় ১৯৭ জন।  

সংক্রমণ বাড়ার বিষয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজ জানান, নিজেদের মধ্যে সচেতনতা না থাকলে সরকারের শত উদ্যোগও সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপরও আমাদের সাধ্য অনুযায়ী সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছি। সামনে ঈদ-উল-আযহা, আমাদের জন্য একটি কঠিন সময় অপেক্ষা করছে।  

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের গত ১৮ দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।