ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এপ্রিলের  মধ্যে ৭ কোটি ভ্যাকসিন আসবে: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুলাই ১৮, ২০২১
এপ্রিলের  মধ্যে ৭ কোটি ভ্যাকসিন আসবে: আ জ ম নাছির ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের ৮০ শতাংশ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলের মধ্যে মোট ৭ কোটি ভ্যাকসিন আনা হবে।

চলতি মাসে আসবে অক্সফোর্ডের ৫০ লাখ ভ্যাকসিন। আগস্টের মধ্যেই দেশে ২ কোটি ভ্যাকসিন আসবে।
কিন্তু সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দলমত-নির্বিশেষে এ কর্মযজ্ঞে একাত্ম হতে হবে।  

টিকা গ্রহণের প্রথম শর্ত নিবন্ধন করা। নানা সীমাবদ্ধতার কারণে এ নিবন্ধন কার্যক্রম অনেকেই করতে পারছেন না। তাই আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন বিনামূল্যে সাধারণ জনগণকে এ নিবন্ধন করানোর উদ্যোগ নিয়েছে। এটিই জনসেবা। এটিই সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা।  

রোববার (১৮ জুলাই) খুলশী থানা, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্ব অনুষ্ঠানে খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হিরণ, সাধারণ সম্পাদক  মো. কায়সার মালিক, সহসভাপতি নাদিরা সুলতানা হেলেন, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, আবদুল মতিন, মো. নূর হোসেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দেলোয়ার হোসেন কিরণ, আকরাম হোসেন, সঞ্জয় কুমার, আবদুল হান্নান হীরা, মোক্তার, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, বেলাল হোসেন উপস্থিত ছিলেন।  

বিকেলে কাজীর দেউড়ির সিডিএ মার্কেট চত্বরে সামাজিক সংগঠন জাগরণ সংঘের উদ্যোগে করোনা টিকাপ্রাপ্তির ফ্রি নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সংগঠনের সভাপতি মহিন উদ্দিন তুষারের সভাপতিত্বে মো. নূর হাসিব ইফরাজের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চকবাজার থানা আওয়ামী লীগ সহসভাপতি হারুনুর রশিদ, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান বাচ্চু, কাজীর দেউড়ি মহল্লা কমিটির সর্দার সেকান্দর কবীর, আবদুল জলিল, আহিল সিরাজ, মো. জাহেদ রাজু  প্রসিন, মিন্টু দাশ, সুজন, আবুল হাশেম, আবুল হাসনাত সুজন, জাহাঙ্গীর আলম, জাগরণ’র সদস্য রকি, আশরাফ, অভি, শীতল, সাগর, অজয়, মাহাদী, সুমন, রিদুয়ান, অয়ন, আক্তার, বিজয়, সাগর, জনি, মেহরাজ, রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জুলাই ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।