ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কোরবানির পশুর হাট: অনলাইনেই বিক্রি ১ লাখ ১০ হাজার গরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুলাই ১৭, ২০২১
চট্টগ্রামে কোরবানির পশুর হাট: অনলাইনেই বিক্রি ১ লাখ ১০ হাজার গরু ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: কোরাবনির বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যেম জমতে শুরু করেছে পশু বেচাকেনা।

শুধু অনলাইনেই এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার গরু বিক্রি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালেক মো. ওমর।

তিনি বাংলানিউজকে বলেন, খামার, স্থায়ী ও অস্থায়ী হাট থেকে মানুষ গরু কেনা শুরু করেছে।

মানুষ খামার থেকে গরু কিনে খামারেই রেখে দিচ্ছে। এখন যে হারে গরু বিক্রি হচ্ছে আশা করছি অবশিষ্ট গরুগুলো ভালো দামে বিক্রি করা সম্ভব হবে। এখন পর্যন্ত শুধু অনলাইনেই গরু বেচাকেনা হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার। এ ছাড়া হাটগুলোতে প্রায় ১ লাখ ৯০ হাজারের বেশি গরু বেচাকেনা হয়েছে।  

এবছর চট্টগ্রামে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২০৬টি কোরবানির হাট বসেছে৷ এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬টি এবং উপজেলায় বাকি ২০০টি। এ ছাড়া ৩৭টি অনলাইন ফ্লাটফর্মে গরু বেচাকেনা হয়েছে এ বছর।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।