ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১০ হাজার গাছ লাগাচ্ছে কানেক্ট দ্য ডটস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুলাই ১৭, ২০২১
১০ হাজার গাছ লাগাচ্ছে কানেক্ট দ্য ডটস ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চ্যারিটি ফাউন্ডেশন কানেক্ট দ্য ডটস ‘সবুজে বাংলাদেশ’ শিরোনামে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় ১০ হাজার গাছের চারা লাগাবে তারা।

 

শুক্রবার (১৬ জুলাই)  বিকালে  নগরের সিআরবিতে নানা প্রজাতির চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন। সহযোগী পার্টনার হিসেবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে ‘নিজের বলার মতো ফাউন্ডেশন’ চট্টগ্রাম জেলার সদস্যরা।

 

উল্লেখ্য, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কানেক্ট দ্য ডটস এর পার্টনার হিসেবে কাজ করছে দ্য ইঞ্জিনিয়ার্স ক্লাব, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং রিভারসাইন, হিউম্যানএইড পতেঙ্গা, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন।  

প্রতিটি সংগঠনকে নানা রকম ফলদ, ঔষধি, বনজ গাছ উপহার হিসেবে দিচ্ছে কানেক্ট দ্য ডটস।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।