ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সড়কের বেহাল দশা, ৭ দিনের মধ্যে সংস্কারের নির্দেশ পৌর মেয়রের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, জুলাই ১৬, ২০২১
সড়কের বেহাল দশা, ৭ দিনের মধ্যে সংস্কারের নির্দেশ পৌর মেয়রের

চট্টগ্রাম: রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুলতানপুর দাশপাড়া এলাকার চাঁদের বাড়ি সড়ক পরিদর্শনে যান। তিনি জলাবদ্ধতায় সড়কের বেহাল দশা দেখে আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে স্থানীয় কাউন্সিলর জানে আলম জনি, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মৃদুল দাশগুপ্ত, স্থানীয় নন্দীপাড়ার কালী বিগ্রহ মন্দিরের সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাজীব দাশ, উপজেলা যুবলীগ নেতা মো. আবু সালেক, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সমাজসেবক চিত্তরঞ্জন সর্ব্ববিদ্যা, কমল কর, ডা. রাখাল ভট্টাচার্য, শিক্ষক রতন দাশ, কানুরাম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ওএইচ/

ছবির ক্যাপশন: চাঁদের বাড়ি সড়ক সরজমিন পরিদর্শন করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।