চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার হালিশহর নারকেলতলা হক সাহেবের গলিতে মাহবুবা মেহর (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি নাজনীন আক্তার।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবা মেহর একই এলাকার ডা. এসএম গোফরানের স্ত্রী।
নিহতের ভাতিজা মীর জুয়েল বাংলানিউজকে বলেন, দুপুরে বাড়ির পুরুষরা জুমার নামাজ পড়তে গেলে ডাকাতদল ঘরে ঢোকে। এ সময় চাচি মাহবুবা মেহর চিৎকার দিতে চেয়েছিলেন। তখন গলাটিপে হত্যা করে ডাকাতরা। দাদি নাজনীন আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ঘটনাটি রহস্যজনক। ঘটনাস্থলে ডাকাতির কোনো ধরনের আলামত পাওয়া যায়নি। নিহতের আত্মীয় স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। এটা স্বামীর তৃতীয় স্ত্রী। জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় শাশুড়ি ও স্বামীকে আনা হয়েছে। নিহতের আত্মীয় স্বজনরা শাশুড়ি হত্যা করেছে বলে অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমএম/টিসি