ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় যুবলীগের করোনা প্রতিরোধক বুথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, জুলাই ১৫, ২০২১
পতেঙ্গায় যুবলীগের করোনা প্রতিরোধক বুথ ...

চট্টগ্রাম: ঈদুল আজহাকে সামনে রেখে বন্দর নগরের বিভিন্ন গরুর হাটে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে যুবলীগ নেতা নুরুল আজিম রনি। তারই ধারাবাহিকতায় নগরের পতেঙ্গায় গরুর হাটগুলোতে করোনা ভাইরাস থেকে ক্রেতা-বিক্রেতার সুরক্ষা নিশ্চিত করতে যুবলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের পাশে টিকে গ্রুপের মাঠ সংলগ্ন গরুর হাটে এ ‘করোনা প্রতিরোধক বুথ’ এর উদ্বোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।

মহিউদ্দীন বাচ্চু বলেন, অত্যন্ত ধৈর্য ও সাহসের সঙ্গে করোনা ভাইরাস জনিত উদ্ভূত কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ সংকটকালে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। হতদরিদ্র দিনমজুর, কৃষক, শ্রমিক, বিধবা নারী, হিজড়াসহ নিম্নআয়ের দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে হতদরিদ্র মানুষকে সহযোগিতা করছেন। আসুন আমরা ধৈর্যের সঙ্গে এ সংকট মোকাবেলা করি। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখি।

উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমেদ চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, নগর যুবলীগের সদস্য সনেত বড়ুয়া, আবু নাছের চৌধুরী আজাদ, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, মোহাম্মদ রুবেল শিকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ হালিম, আলী আকবর চৌধুরী, ওয়ার্ড যুবলীগ সভাপতি-সাধারন সম্পাদকের মধ্যে মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, মো. সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, যুবলীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ রবিউল হোসেন রবি, শহীদুল ইসলাম শহীদ, সাহেদুল আলম, নগর ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, নগর ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, ইমরান শাওন, শাহাজাদা চৌধুরী, তানভীর মেহেদী মাসুদ, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রানা, আলী আরেফিন, মাঈন নেওয়াজ, ইসতিয়াক আহমেদ তানিম, তানভীর, সাহিদ ফারহিন অভি, আতিক হাসান, খোরশেদ, নাসির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।