চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে কোহিনূর বেগম মুন্নি (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্নি পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে তা বিক্রি করছিল।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মুন্নিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১৪ , ২০২১
এমএম/টিসি