চট্টগ্রাম: পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে নগরের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
২৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিছ কাজীমের সভাপতিত্বে এবং ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামীলীগের সদস্য দোস্ত মোহাম্মদ প্রমুখ।
কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, করোনার সংক্রমণের ফলে সংকটাপন্ন মানুষ। কিন্তু মানবতা এখনও জাগ্রত। তাই আমার এই তৎপরতা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসি/টিসি