চট্টগ্রাম: পবিত্র ঈদ উল আযহা ও করোনা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও দিপঙ্কর দাস বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস।
প্রধান অতিথি আলী আব্বাস বলেন, করোনার এই সংকটময় সময়ে টেলিভিশনে কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা প্রতিনিয়ত সচিত্র প্রতিবেদন তুলে ধরছেন দেশবাসীর মাঝে। মৃত্যুর ঝুঁকি নিয়ে পেশার প্রতি দায়বদ্ধতা থেকে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে তারা। করোনাকালীন পুরো সময় চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্যদের পাশাপাশি অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ মানবিক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছে এই সংগঠন। আগামিতেও যে কোনও প্রয়োজনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
টিভি ক্যামেরা জার্নালিস্টদের ঈদ উপহার দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন টিসিজেএ সহ সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুম আল মুরাদ, অমিত দাস, সদস্য নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু, সুমন গোস্বামী, শীতল মল্লিক, আরশাদ আলী, বাসু দে, হারুন উর রশিদ, ইমরান হোসেন ইমু, মো. মনছুর।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসি/টিসি