ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চুরি যাওয়া ৮ মেট্রিক টন স্টিল উদ্ধার, গ্রেফতার ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, জুলাই ১৩, ২০২১
চুরি যাওয়া ৮ মেট্রিক টন স্টিল উদ্ধার, গ্রেফতার ৪ 

চট্টগ্রাম: সাড়ে আট মেট্রিক টন স্টিলের পাত চুরি করে বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি দোভাষ সড়কের চৌধুরী মার্কেটের একটি দোকানের গুদাম থেকে সোমবার রাতে চুরি যাওয়া স্টিলের পাতগুলো উদ্ধার করা হয়।

এর আগে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মো. নুরুল হুদা (৪৬), মো. মাসুম (৩৪), মো. মজিবুর রহমান রিয়াল (৩০) ও মো. বাবলু মিয়া (৩০)।

পুলিশ জানায়, গাজীপুরে মদিনা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান স্টিলের পাত আমদানি করে। ‘লুপ ফ্রেইট লিমিটেড’ নামে একটি পরিবহন কোম্পানি আমদানি করা স্টিলের তিনটি রোল চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে পাঠানোর দায়িত্ব নেয়। রোল তিনটিতে প্রায় ৮ হাজার ৬৭০ কেজি স্টিলের পাত ছিল। গত ৩০ জুন চট্টগ্রাম বন্দর থেকে স্টিলের রোলগুলো গাজীপুরের উদ্দেশ্যে পাঠানো । ১২ জুলাই পর্যন্ত মালামালগুলো গন্তব্যে না পৌঁছানোয় লুপ ফ্রেইটের মালিক আল মামুন মজিবুর রহমান সদরঘাট থানায় মামলা করে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের পর মাদারবাড়ি দোভাষ সড়ক চৌধুরী মার্কেটে অভিযান চালিয়ে আত্মসাৎকৃত মালামাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।