চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার সাগর পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় আহত মো. রুবেল (৩৫) মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রুবেল আহত হন। সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে আনা হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএম/টিসি