চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে ২২ নম্বর এনায়েত বাজার গোয়াল পাড়া কেদারনাথ তেওয়ারি জোড় শিব মন্দির ও বিষ্ণু মন্দিরে অনুদান দেওয়া হয়েছে।
রোববার (১১ জুলাই) বিকাল ৫টায় কেদারনাথ তেওয়ারি কলোনি মন্দির কমিটির সভাপতি উত্তম দে এর হাতে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলু ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুজিত ঘোষ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিমন ঘোষ, অন্তর হোড়, গোবিন্দ দত্ত, সনাতন ধর্ম সংসদের সহ-সভাপতি অরুণ দত্ত, নারায়ণ সিং, সাধারণ সম্পাদক রতন দে, যুগ্ম সম্পাদক বিপ্লব দে, অর্থ সম্পাদক টুটুল মজুমদার, শ্যামল দে, আশিষ নাথ, পিন্টু বসাক প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, শেখ হাসিনার সরকার ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসি/টিসি