ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জরুরি না হলে নতুন ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ চমেক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুলাই ১২, ২০২১
জরুরি না হলে নতুন ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ চমেক হাসপাতালে ফাইল ছবি।

চট্টগ্রাম: অতি জরুরি ছাড়া অন্য রোগীদের ভর্তি সীমিত রাখা এবং জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, কেবল জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত থাকবে। শুধু জরুরি রোগী ভর্তি করানো হবে।

ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন তাদের আপাতত প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে। সব স্বাস্থ্য কর্মকর্তা, নার্স-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।  

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে। রোগী বাড়লেও হাসপাতালে বিদ্যমান ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী দিয়ে এসব রোগীদের সেবা দিতে হচ্ছে। যেহেতু করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাই সাধারণ রোগীদের মধ্যে অতি জরুরি রোগী ছাড়া অন্য রোগী ভর্তি সীমিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচারও আপাতত স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।