চট্টগ্রাম: অতি জরুরি ছাড়া অন্য রোগীদের ভর্তি সীমিত রাখা এবং জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কেবল জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত থাকবে। শুধু জরুরি রোগী ভর্তি করানো হবে।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে। রোগী বাড়লেও হাসপাতালে বিদ্যমান ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী দিয়ে এসব রোগীদের সেবা দিতে হচ্ছে। যেহেতু করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাই সাধারণ রোগীদের মধ্যে অতি জরুরি রোগী ছাড়া অন্য রোগী ভর্তি সীমিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচারও আপাতত স্থগিত থাকবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এমএম/এসি/টিসি