চট্টগ্রাম: কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আজেন্টিনার খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
বন্দরনগরীতে দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহ-উত্তেজনা বেড়েই চলছে।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার (১১ জুলাই) সকাল ৬টায় অনুষ্ঠিতব্য ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলায় হার-জিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে, সেজন্য পুলিশ সর্তক রয়েছে।
নগরবাসীকে খেলার ফলাফলকে কেন্দ্র করে পারস্পরিক উস্কানিমূলক আচরণের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হওয়ার অনুরোধ জানান এডিসি আরফাতুল ইসলাম।
এডিসি আরও বলেন, কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আজেন্টিনার খেলাকে কেন্দ্র করে গুরুত্ব বিবেচনায় নগরবাসীর নিরাপত্তায় ইতোমধ্যেই নগরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমএম/এসি/এমআরএ