চট্টগ্রাম: ষাটোর্ধ্বো মোতালেব মিয়া পেশায় একজন রিকশাচালক। পারিবারিক একটি সমস্যায় আইনগত সেবা নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীমের অফিসে।
শুধু বৃদ্ধ মোতালেবই নন। এএসপির সুন্দর ব্যবহার আর সবাইকে সম্মান দিয়ে কথা বলার প্রশংসা সকলের মুখে। রিকশাওয়ালা থেকে শুরু করে সকল ছোট বড় পেশার মানুষকেই তিনি স্যার বলে সম্বোধন করেন।
‘স্যার সম্বোধন’ প্রসঙ্গে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম।
তবে তিনি বলেন, আইজিপি মহোদয়ের দক্ষ নেতৃত্বে পুলিশ জনগণের আস্থার ঠিকানায় পরিণত হতে দ্রুত এগিয়ে যাচ্ছে। নিজের জায়গা থেকে সে লক্ষ্য বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এমএম/টিসি