ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, জুলাই ১০, ২০২১
বিদেশি অস্ত্রসহ যুবক আটক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে একটি বিদেশি অস্ত্রসহ মো.আমির হোসেন প্রকাশ সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।  

শনিবার (১০ জুলাই) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

 

আটক মো.আমির হোসেন প্রকাশ সাগর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর পশ্চিম জাঙ্গালীয়া ডাইল বাড়ির মো.ফারুকের ছেলে।  

র‌্যাব কর্মকর্তা মো.নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিএইচপি মিলের দক্ষিণ পাশে হাটহাজারী-অক্সিজেন সড়কে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালানো হয়।

এসময়  মো.আমির হোসেন প্রকাশ সাগরকে আটক করা হয়।   

তিনি আরও বলেন, সাগরের কোমরে গুঁজে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।