ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জুলাই ৮, ২০২১
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকা থেকে মর্জিনা বেগমকে (৪০) হত্যার অভিযোগে তার স্বামী রফিকুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। রফিক পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।

মর্জিনা নগরের একটি কোম্পানিতে চাকরি করতেন।  
 
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে মর্জিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার (৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরের কোনো একসময় মর্জিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়।  

ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনার বেগমের মরদেহ দুপুরে ১২টার দিকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।