ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, জুলাই ৮, ২০২১
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হালুয়াঘোনা এলাকার একটি মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন মারা গেছেন।  তারা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে মো.শাহাজান (২৮) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (১৯)।

 

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

বাঁশখালী থানার উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে স্থানীয় লোকজন খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ২টি উদ্ধার করে। মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।   

বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।   

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।