চট্টগ্রাম: বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হালুয়াঘোনা এলাকার একটি মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন মারা গেছেন। তারা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে মো.শাহাজান (২৮) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (১৯)।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
বাঁশখালী থানার উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে স্থানীয় লোকজন খবর দেন।
বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এমএম/টিসি