ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিধিনিষেধ না মানায় চট্টগ্রামে মামলা ৭৫১, গাড়ি আটক ৫৪০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুলাই ৭, ২০২১
বিধিনিষেধ না মানায় চট্টগ্রামে মামলা ৭৫১, গাড়ি আটক ৫৪০ ফাইল ছবি

চট্টগ্রাম: কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৭ দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করেছে।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত এসব মামলা হয়েছে।  এবারের কঠোর লকডাউনে পুলিশ, র‌্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

চট্টগ্রাম নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ।  

আরফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, আজ বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ায় ২৩৭টি মামলা ও ১১৪টি গাড়ি আটক করা হয়েছে।  

তিনি বলেন, লকডাউনে গত সাত দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।