চট্টগ্রাম: কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৭ দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করেছে।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত এসব মামলা হয়েছে। এবারের কঠোর লকডাউনে পুলিশ, র্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
আরফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, আজ বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ায় ২৩৭টি মামলা ও ১১৪টি গাড়ি আটক করা হয়েছে।
তিনি বলেন, লকডাউনে গত সাত দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমএম/টিসি