ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: নওফেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুলাই ৭, ২০২১
সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: নওফেল শিক্ষা উপমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা

চট্টগ্রাম: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। যা বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তাই সব ধর্ম ও দেশের মানুষের এ গোষ্ঠীকে নজরদারিতে রাখতে হবে, যাতে করে তারা কোনো ধরনের গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

বুধবার (৭ জুলাই) দুপুরে নগরের জিইসি মোড়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

সভা শেষে নবনির্বাচিত নেতারা শিক্ষা উপমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।