চট্টগ্রাম: রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এবং রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সহযোগিতায় রাউজান পৌরসভায় করোনা হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) রাউজান পৌর ভবনে আয়োজিত এক সভায় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা মোকাবেলায় ২০২০ সালের শুরু থেকেই বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা সার্বক্ষণিক ৫টি মোবাইল নম্বরের মাধ্যমে হেল্প ডেস্ক চালু করেছি।
মোবাইল নম্বর: ০১৮১৪-১৬১৫৬২, ০১৮১৯-৫৩৬৮৮১, ০১৮২০-২৫২৫৫৯, ০১৮১৩৯৫৬৮৮৪, ০১৮৩৪৬১৪১৬৭।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এসি/টিসি