চট্টগ্রাম: নগরের বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা আলী মাঝিরপাড়া এলাকায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রনি (২২) নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জমির কলোনি হারুন বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর বাবা ও মা দু’জনই চাকরিজীবী।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকমল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসাধীন। শিশুটির মা বাদী হয়ে রনিকে একমাত্র আসামি করে মামলা করেছেন।
এসআই আকমল বলেন, রনিকে গণপিটুনি দেওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এমএম/টিসি